fbpx

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানেই হেরেছিল নিউজিল্যান্ড। অকল্যান্ডে দফায় দফায় বৃষ্টি হানা দেওয়ার পর, টি-টোয়েন্টি থেকে টি-টেনে রূপ নেওয়া ম্যাচে বৃষ্টি আইনে ২৭ রানে জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) অকল্যান্ডে প্রথমে ব্যাট করে ১০ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে অজিরা। ট্রাভিস হেড ৩০ বলে ৩৩ ও ম্যাথু শর্ট করেন ১১ বলে ২৭ রান। এরপর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১০ ওভারে ১২৬ রান।

১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ২৯ রানে জোড়া উইকেট হারায় তারা। ৫১ রানে ৩ উইকেট হারায় তারা। ১৪ রান করে উইল ইয়ং শর্টের, ২ রান করে টিম সেইফার্ট স্পেন্সার জনসনের ও ১৩ রান করে ফিন অ্যালেন অ্যাডাম জাম্পার শিকার হন। এরপর নিউজিল্যান্ডকে আর পথ দেখাতে পারেননি গ্লেন ফিলিপস ও মার্ক চাপম্যান। ফিলিপস শেষ পর্যন্ত ২৪ বলে ৪০ ও চাপম্যান ১৫ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারে মাত্র ৯৮ রান তুলতে সক্ষম হয় কিউইরা।

অস্ট্রেলিয়ার হয়ে ম্যাথু শর্ট, স্পেনসার জনসন ও অ্যাডাম জাম্পা নেন একটি করে উইকেট।

Advertisement
Share.

Leave A Reply