fbpx

ঘরের মাঠে হোঁচট খেলো পিএসজি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠে রেনের কাছে ০-২ গোলে হেরেছিল পিএসজি, এবার ঘরের মাঠে সেই হারের ধারাবাহিকতা ধরের রাখল তারা, অলিম্পিক লিওঁর কাছে তারা হারলো ০-১ গোলে। এই হারের ফলে অবশ্য এখনো পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা, টেবিলের দ্বিতীয় দল লাঁসের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে আছে  লিওনেল মেসির দল।

ঘরের মাঠে ম্যাচের শুরুতেই একটি সহজ সুযোগ হাতছাড়া করে পিএসজি। কিলিয়ান এমবাপের উঁচু করে বাড়ানো বল  ক্রসবারের ওপর দিয়ে মারেন ভিতিনিয়া। এর কিছুক্ষণ পর নিজেই আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন এমবাপ্পে, মেসির বাড়ানো বল মিস করেন তিনি।

প্রথমার্ধের বাকি অংশে বেশকিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে আর গোল করতে পারেনি পিএসজি।

দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটেই লিড নেয় লিওঁ। ডান দিক থেকে সতীর্থের দূরের পোস্টে বাড়ানো বল পেয়েই বল জালে জড়ান বার্কোলা। তবে বল পজিশনের দিক দিয়ে এগিয়ে থাকলেও সেটি থেকে কোনো প্রকার সুবিধা আদায় করতে পারছিল না পিএসজি। ম্যাচ শেষের তিন মিনিট আগে নিজের শেষ চেষ্টা করে পিএসজি, তবে এমবাপ্পের নেয়া জোড়ালো শট ঠেকিয়ে দেন লিওঁর গোলকিপার।

যার ফলে ফরাসি লিগ ওয়ানে দুই বছরের বেশি সময় পর লিগে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল পিএসজি।

Advertisement
Share.

Leave A Reply