fbpx

চতুর্থবারের মতো বয়সভিত্তিক সাফের শিরোপা জিতল বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আবারও সাফের শিরোপা উৎসবে মাতলো বাংলার মেয়েরা। অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

২০২২ সালের সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। এবার ৬ মাসের ব্যবধানে আরেকটি সাফের শিরোপা উঠলো মেয়েদের হাতে। বৃহস্পতিবার অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেই নেপালকে হারিয়েই সাফ জয়ের উৎসবে মাতল বাংলার মেয়েরা।

কমলাপুর স্টেডিয়ামে শুরু থেকেই বল দখলের দিক দিয়ে গিয়ে ছিল বাংলার মেয়েরা। ম্যাচের ৪২ মিনিটেই লিড নেয় বাংলাদেশ, গোল করে দলকে এগিয়ে নেন শাহেদা আক্তার রিপা। প্রথম গোলের তিন মিনিট পরই গোল করে দলকে এগিয়ে নেন বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান বাড়ানোর জন্য বারবার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। তবে একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন স্ট্রাইকাররা। অবশেষে ম্যাচের ৮৭ মিনিটে রিপার নেয়া ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচের স্কোরলাইন ৩-০ করে বাংলাদেশ। যার ফলে বয়সভিত্তিক সাফের চতুর্থ শিরোপা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Advertisement
Share.

Leave A Reply