fbpx

জয়ের আশা জাগিয়েও হতাশ করলো বাংলার মেয়েরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারালেও মোট ৪৮ রান তুলে তারা। সোবহানা মোস্তারি এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে বেশ ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। তবে দলীয় ৭১ রানে ব্যক্তিগত ২৯ রানে সোবহানা আউট হলে ঘটে ছন্দপতন। দলীয় ৯৫ রানে জ্যোতি আউট হলে আর কোনো ব্যাটারই উইকেটে বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ফলে মাত্র ১২৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে ওশাদি রানাসিংহে নেন সর্বোচ্চ তিনটি উইকেট।

বাংলাদেশের দেয়া ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পেসার মারুফা আক্তারের বোলিং তোপে পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। যার ফলে জয়ের আশা জাগে বাংলাদেশ শিবিরে। কিন্তু বাংলাদেশের সে আশার গুঁড়ে বালি দেন শ্রীলঙ্কার দুই ব্যাটার হারশিতা মাদাভি এবং নিলাকশি ডি সিলভা। তাদের ১০৪ রানের জুটির উপর ভর করে ১০ বল হাতে থাকতেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন পেসার মারুফা আক্তার। এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা।

Advertisement
Share.

Leave A Reply