fbpx

টাকারের ফিফটিতেও বাঁচলো না আয়ারল্যান্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার ম্যাচে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড। আইরিশদের ৪২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো স্বাগতিকরা। অজিদের দেয়া ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৭ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ৬৩ রান করে ম্যাচসেরা হয়েছেন অ্যারন ফিঞ্চ।

ব্রিসবেনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ৭ বলে মাত্র ৩ রান করেই সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। এরপর ধীরে-সুস্থে ইনিংস বড় করার দায়িত্ব নেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং মিচেল মার্শ। পাওয়ারপ্লে শেষে অজিদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৩৮ রান। এই জুটি থেকে আসে ৫২ রান।

টাকারের ফিফটিতেও বাঁচলো না আয়ারল্যান্ড

৪৪ বলে ৬৩ রান করে ম্যাচসেরা হয়েছেন ফিঞ্চ

২২ বলে ২৮ রান করে মার্শ আউট হলেও টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৯তম ফিফটি হাঁকিয়েছেন ফিঞ্চ, আউট হওয়ার আগে ১৪৩.১৮ স্ট্রাইক রেটে ৪৪ বলে ৫ চার এবং ৩ ছক্কায় করেছেন ৬৩ রান। এছাড়াও, ২৫ বলে ৩৫ রান করেছেন মার্কাস স্টয়নিস। শেষ পর্যন্ত, ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৭৯ রান। আইরিশদের পক্ষে ৪ ওভারে ২৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ব্যারি ম্যাকারথি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়েছে অ্যায়ারল্যান্ড। পাওয়ারপ্লেতে ৪৯ রান তুললেও হারিয়েছে ৫ উইকেট। শেষ পর্যন্ত, ১৪৭.৯১ স্ট্রাইক রেটে ৯ চার আর ১ ছক্কায় লোরকান টাকারের ৪৮ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসে বড় ব্যবধানে হারের লজ্জা এড়িয়েছে আইরিশরা। ১৮.১ ওভারে সব উইকেট খুইয়ে তারা তুলেছে ১৩৭ রান। অজিদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ এবং অ্যাডাম জাম্পা।

Advertisement
Share.

Leave A Reply