fbpx

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না বেন স্টোকস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতিবছর জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

মঙ্গলবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি এবং বোলিং ফিটনেস ফিরে পেতে সেদিকে পুরো মনোযোগ দিচ্ছি, যাতে ভবিষ্যতে সব ধরনের ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে খেলতে পারি।’

তিনি আরও বলেন, ‘আইপিএল এবং বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া আশা করি এমন একটি ত্যাগ হবে, সেটা ভবিষ্যতে আমাকে অলরাউন্ডার হয়ে ফিরতে সাহায্য করবে।সম্প্রতি ভারতে টেস্ট সফর প্রমাণ করেছে বোলিং থেকে আমি কতটা পিছিয়ে আছি বিশেষ করে হাঁটুর অস্ত্রোপচার এবং নয়মাস বোলিং থেকে দূরে থাকা। গ্রীষ্ম শুরুর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলার জন্য আমি উন্মুখ হয়ে আছি৷ আমি জস (বাটলার) ও মট (ম্যাথু মট) এবং পুরো দলকে শিরোপা ধরে রাখার জন্য শুভকামনা জানিয়ে রাখছি।’

ইনজুরি থেকে সেরে উঠতে গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ শেষে হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন স্টোকস। এর আগে থেকেই তিনি বোলিং বন্ধ রেখেছিলেন। তবে এখনও হাঁটুর চোট থেকে তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। ফলে ক্রিকেট থেকে বিরতি নিয়ে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হয়ে ফিরে আসতে চান এই ইংলিশ তারকা।

Advertisement
Share.

Leave A Reply