fbpx

ঢাকা প্রিমিয়ার লিগে শতক দিয়ে শুরু তামিম ইকবালের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গতকাল শেষ হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ । টাইগাররা রেকর্ড গড়ে আইরিশদের বিপক্ষে সিরিজ জিতেছে । প্রথমবারের মতো ১০ উইকেটের ব্যবধানে ওয়ানডে ম্যাচে জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই আজ আবারও মাঠে নেমে পড়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ঢাকায় ফিরে ডিপিএল প্রাইম ব্যাংকের হয়ে খেলতে নেমে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন দেশসেরা ওপেনার।

নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক। জাতীয় দলের খেলা না থাকায় টাইগারদের একাধিক ক্রিকেটার যোগ দেন দুই দলে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, ইয়াসির আলি রাব্বি,রেজাউর রাজাদের নিয়ে সাজানো প্রাইম ব্যাংক ইনিংসের শুরুতেই মোহামেডানকে চেপে ধরে। আগে ব্যাট করতে নেমে মাত্র ৪২ ওভারেই গুটিয়ে যায় রিয়াদের দল। সর্বোচ্চ ৪১ রান আসে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে। নাসির নেন ৩টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবালের অপরাজিত ১০৯ রানে ভর করে খুব সহজেই জয় পায় প্রাইম ব্যাংক। ৪৩তম ওভারে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিকরা। সেই সঙ্গে তামিম তুলে নেন নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি।

Advertisement
Share.

Leave A Reply