fbpx

তবুও ব্যাখ্যা খুঁজতে হয়!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক হারের ব্যাখ্যা কি? দেশ-বিদেশের কোটি সমর্থকের এমন প্রশ্ন মনে আসাটাই স্বাভাবিক। কেনো এই হার? সে ব্যাখ্যা অবশ্য ম্যাচে বাংলাদেশের সবচাইতে ইমপ্যাক্ট রাখা পারফর্মার মোসাদ্দেক হোসেন সৈকতই দিয়েছেন।

‘‘প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেললে সব সময়ই ম্যাচ বের করা কঠিন হয়ে যায়। এমন উইকেটেও আমরা ১৫-২০ রান কম করেছি বলে মনে করি। মিরপুর আর এখানে পুরোই আলাদা। মিরপুরে টার্ন হয়, ভালো থাকলে রানও হয়। এখানে ব্যাটিং করা কঠিন ছিল, নিচু ছিল। ওরা ভালো করেছে, ফলে ওদের কৃতিত্ব দিতে হবে। তবে ১০-১৫ রান আমরা কম করেছি আসলে।’’

তবে ডেথ ওভারের আগে সাকিব-মাহেদীরা যেমন বোলিং করেছেন সেটাকেও বাহবা দিতে চান এই অলরাউন্ডার। ‘‘তবে আমাদের বোলাররা অসাধারণ করেছে। প্রথম ১৫ ওভারে আমরা ম্যাচেই ছিলাম। শেষ ৫-৬ ওভারে ওরা ম্যাচ বের করে নিয়েছে। আফগানিস্তান যেভাবে খেলেছে, ওদের কৃতিত্ব দিতেই হবে।’’

মুস্তাফিজুর রহমান এবং সাইফউদ্দিনের শেষ ওভারগুলোতে রান এসেছে যথাক্রমে ১৭ এবং ২২ এর অধিক। তবে সেটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন সৈকত। ‘‘টি-টোয়েন্টিতে একটা ওভারে ১৫-২০ রান হবে, এটা ধরে নিয়েই নামতে হবে। ২০ রান হয়ে যাওয়ার পর আমরা চেষ্টা করেছি পরের ওভারটি ভালো করতে। সেখানে ভালো করতে পারিনি।’’

শতভাগ দিয়েও ব্যর্থ দল। তাই মোসাদ্দেকদের লক্ষ্য এখন শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের টিকিট কাটা, ‘‘সবাই শতভাগ দিয়ে চেষ্টা করেছি। পারি নাই। পরের ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে।’’

Advertisement
Share.

Leave A Reply