fbpx

দুর্নীতিবাজ স্যামুয়েলস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে ছিলেন। অথচ শেষ পর্যন্ত মারলন স্যামুয়েলস দুর্নীতির দায়ে পড়লেন। তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে ইমেরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাকে চারটি নীতি ভঙ্গের অভিযোগে দোষী করেছে ইসিবির দুর্নীতি দমন বিভাগ।

উইন্ডিজ ব্যাটসম্যান স্যামুয়েলস ২০১৯ সালে আবুধাবি টি-১০ লিগে অংশ নেন। ওই আসরে তিনি অনৈতিক সুবিধা নিয়েছেন এমন অভিযোগ ওঠে। ২০২১ সালে স্যামুয়েলসকে অভিযুক্ত করে আইসিসি।

সে সময়ে নিজের উপরে ওঠে অভিযোগের বিপক্ষে শুনানির আবেদন করেন স্যামুয়েলস। ওই শুনানির জন্য স্বাধীন ট্রাইবুনাল গঠন করা হয়। যে ট্রাইবুনালও স্যামুয়েলসের বিপক্ষে দোষী এমন প্রমাণ পেয়েছে। এখন দুই পক্ষের সম্মতিতে সাজার ঘোষণা দেবে ইসিবি।

স্যামুয়েলসের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী ধারার ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের বিপক্ষে তিনি দুর্নীতি বিরোধী কর্মকর্তাকে অনৈতিক উপহার, অর্থ বা আতিথেয়তা নেওয়ার বিষয়টি খোলাসা করতে পারেননি।

৭৫০ ডলারের আতিথেয়তা নেওয়ার বিষয়টি পরিষ্কার করতে পারেননি, তদন্তে অসহযোগিতা ও বাধা সৃষ্টি করেছেন।

Advertisement
Share.

Leave A Reply