fbpx

দেশে বেকারের সংখ্যা কত হিসাব নেই সরকারের খাতায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে বর্তমানে যুবকের সংখ্যা পাঁচ কোটি ৩০ লাখ। এদের মধ্যে সরকারিভাবে প্রশিক্ষিত ৬৫ লাখ যুবক। এদের কেউ চাকরি বা কেউ নিজ উদ্যোগে ব্যবসা করছেন। তবে দেশে এখন বেকারের সংখ্যা কত, তার কোনো হিসেব নেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে।

জাতীয় যুবদিবস ২০২২ উপলক্ষে আজ ৩১ অক্টোবর সচিবালয়ে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

আগামীকাল মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় যুবদিবস পালিত হবে সারাদেশে জানিয়ে সচিব বলেন, দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ’ এই স্লোগানে এবার জাতীয় যুবদিবস পালিত হবে।

সচিব আরও জানান, আত্মকর্মসংস্থানে কাজ করে ভালো করার জন্য এ বছর যুবদিবসে ২১ জনকে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ছয় জন রয়েছেন যুব সংগঠক।

Advertisement
Share.

Leave A Reply