fbpx

নতুন রানির অপেক্ষায় উইম্বলডন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফ্রিকা ও আরব বিশ্বের প্রথম নারী হিসাবে গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের হাতছানি তিউনিশিয়ার টেনিসকন্যার সামনে। আজ সন্ধ্যা ৬ টায় উইম্বলডনের নারী এককের ফাইনালে তার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের মারকেতা ভনদ্রুমসোভা।

ফাইনালে আজ যিনিই জিতবেন, উইম্বলডন পাবে নতুন রানি কারণ এখন পর্যন্ত গ্র্যান্ড স্লাম জিততে পারেননি দুজনের কেউ।

গত বছর উইম্বলডনের ফাইনালে রিবাকিনা ও ইউএস ওপেনের ফাইনালে সিওনতেকের কাছে হেরেছিলেন ২৮ বছর বয়সি জাবির। তৃতীয়বারের চেষ্টায় কি গ্র্যান্ড স্লাম শিরোপা ছুঁয়ে দেখা হবে তার ? এবার আর তীরে এসে তরী ডোবার যন্ত্রণায় পুড়তে চান না তিনি। তাইতো এবার গল্পের শেষটা মধুর করতে চাইবেন এই টেনিস তারকা।

উন্মুক্ত যুগে প্রথম অবাছাই নারী খেলোয়াড় হিসাবে উইম্বলডনের ফাইনালে ওঠা মারকেতা ভনদ্রুমসোভাও স্বপ্ন দেখছেন মধুর সমাপ্তির। ২৪ বছর বয়সি এই চেক চমক ২০১৯ সালে ফরাসি ওপেনের ফাইনালে হেরেছিলেন অ্যাশলি বার্টির কাছে। এরপর এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের শেষ ষোলো পেরিয়েছেন ভনদ্রুমসোভা।

Advertisement
Share.

Leave A Reply