fbpx

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। প্রথম দল হিসেবে ফাইনালের টিকেট কাটল দলটি।

নিউজিল্যান্ডের দেয়া ১৫৩ রানের জবাবে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং তোপে পাত্তা পায়নি কিউই বোলাররা৷ সুপার টুয়েলভে অফফর্মে থাকা এই দুই ওপেনার মিলে গড়েছেন ১০৫ রানের জুটি। ট্রেন্ট বোল্টের বলে আউট হওয়ার আগে ৪২ বলে বাবর করেছেন ৫৩ রান আর রিজওয়ান ৪৩ বলে করেছেন ৫৭ রান। শেষ পর্যন্ত ১৯.১ ওভার খেলে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় পাকিস্তানিরা।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ওপেনার ফিন অ্যালেনকে হারিয়েছিল নিউজিল্যান্ড। তারপর ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করলেও রান তোলার গতি ছিল কম। শেষমেশ অবশ্য ড্যারেল মিচেলের ফিফটিতে দেড়শো পেরিয়েছে নিউজিল্যান্ড। গেল বিশ্বকাপের সেমি ফাইনাল হিরো মিচেল অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিতেও দুর্দান্ত। ৩৫ বলে করেছেন ৫৩ রান। নির্ধারিত ২০ ওভারে কিউইদের সংগ্রহ ৪ উইকেটে ১৫২ রান।

পাকিস্তানের হয়ে বল হাতে দিনের সেরা শাহীন শাহ আফ্রিদি। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এছাড়াও ২ ওভার বল করে ১২ রান দিয়ে মোহাম্মদ নেওয়াজ নিয়েছেন ১ উইকেট।

Advertisement
Share.

Leave A Reply