fbpx

প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান করেও হারলো বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে টাইগ্রেসরা।

রবিবার (৩১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ বলে অপরাজিত ৬২ রান করেছেন জ্যোতি।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঝড় বইয়ে দেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। ৩৪ বলে ফিফটি করেন হিলি। আরেক ওপেনার মুনি ব্যক্তিগত ফিফটি করতে খেলেছেন ৩৫ বল। দুই ওপেনারের জোড়া ফিফটিতে ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৫ রান করেছেন অ্যালিসা হিলি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। সোফি মলিনেক্সের ডেলিভারিতে গোল্ডেন ডাক মারেন টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার। দলীয় ২ রানে সাজঘরে ফেরেন সোবহানা মোস্তারি। তিনিও রানের খাতা খুলতে পারেননি। শুরুর ধাক্কা সামলে ৫৭ রানের জুটি গড়েন মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২৭ বলে ২০ রান নিয়ে মুর্শিদা ফিরলে ভাঙে এই জুটি। এরপর ফাহিমা খাতুনকে নিয়ে ৬০ রান তোলেন জ্যোতি। ২১ বলে ২৭ রান করেন ফাহিমা।

অস্ট্রেলিয়ার সোফি মলিনেক্স ৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট।  একটি করে উইকেট পান টায়লা ভ্যালেমিক ও জর্জিয়া ওয়ারেহাম।

Advertisement
Share.

Leave A Reply