fbpx

ফাইনালের আগে যুবা টাইগারদের সাহস দিলেন বড়রা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০১৯ সালে প্রথমবার ফাইনালে উঠে যাদের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেস্তে গিয়েছিল, সেই ভারতকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালের আগে যুবাদের সাহস যগিয়ে বার্তা দিয়েছেন সিনিয়র টাইগাররা। রবিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছেন ক্রিকেটাররা।  সেখান থেকে বিসিবির পাঠানো ভিডিওতে যুবাদের উজ্জীবিত করতে বার্তা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

সেই ভিডিওবার্তায় বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সবাইকে শুভকামনা। তোমরা খুবই ভালো খেলেছো এবং কোচিং স্টাফের সবাই অনেক হার্ডওয়ার্ক করেছে। খুব ভালো একটা পজিশনে বাংলাদেশ টিম আছে। আরেকটা স্টেপ (ফাইনাল)। এখানে কীভাবে ভালো খেলে বাংলাদেশকে একটা ট্রফি উপহার দিতে পারি! গত কয়েক মাস তোমরা কঠোর পরিশ্রম করেছো। তোমাদের জন্য শুভকামনা।’

তাওহিদ হৃদয় যুবাদের উদ্দেশ্যে বলেছেন, ‘অভিনন্দন ছেলেরা। আশা করি তোমরা এশিয়া কাপটা জিততে পারবে। সবচেয়ে বড় কথা আমরা বিশ্বকাপ জিতেছি, কিন্তু এশিয়া কাপ জিতিনি। এশিয়া কাপের সেমিফাইনালে আমরা হেরে গিয়েছিলাম। আশা করি এবার তোমরা এশিয়া কাপের ফাইনাল জিতবে, ইনশাআল্লাহ।’

জাতীয় দলে ফেরা অলরাউন্ডার সৌম্য সরকার বলেন, ‘গুডলাক। আরেকটা ম্যাচ বাকি আছে। আশা করব সবাই সুস্থভাবে খেলতে পারবে এবং ম্যাচটা জিতবে। এটাই বড় সুযোগ। ফাইনাল ম্যাচ। তোমরাই এখান থেকে এমনভাবে জিতবে যাতে অন্য খেলোয়াড়রা সেখান থেকে শিখতে পারে। তোমাদের কনট্রিবিউশন দেখে আমরাও বড় বড় ম্যাচ জিতব। গুডলাক।’

জাতীয় দলের সিনিয়র তারকা ও অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম বলেন, ‘আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ফাইনালে তোমরাই জিতবে এবং আমি মনে করি তোমরা ডিজার্ভ করো জেতা। সবাইকে অনেক অনেক শুভকামনা।’

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘অভিনন্দন ইয়াং টাইগার্স। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে আসব।’
Advertisement
Share.

Leave A Reply