fbpx

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জোকোভিচ!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন টেনিসের জোকার খ্যাত সার্বিয়ান সুপারস্টার নোভাক জোকোভিচ। সেমিফাইনালে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ সেটে হারিয়েছেন ২০ বছর বয়সী স্পেনের তরুণ তারকা কার্লোস   আলকারাজকে।

জোকোভিচ এর চেয়ে ১৬ বছরের ছোট হলেও আলকারাজ এই টুর্নামেন্ট শুরু করেছিলেন র‌্যাংঙ্কিংয়ে ১ নম্বরে থেকে। কার্লোস আলকারাজ এতটাই প্রতিভাবান যে তাকে ভবিষ্যতের নাদাল বলা হয়। তবে অভিজ্ঞতায় তার চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন ২২ গ্র্যান্ডস্লামের মালিক নোভাক জোকোভিচ।

প্রথম সেট ৬-৩ এ নোভাক জিতলেও দ্বিতীয় সেট ৫-৭ এ জিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছিলেন আলকারাজ । তবে তৃতীয় সেটের সময় পায়ে চোট পান আলকারেজ। এরপর আর ম্যাচে ফেরা হয়নি তরুণ আলকারাজের। তাই ২য় গ্র্যান্ডস্লাম জয়ের জন্য আরও অপেক্ষা করতে হবে এই স্পানিশ তারকাকে।

ফাইনালে টেনিস ইতিহাসে একক ভাবে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ডস্লামের মালিক হওয়ার সুবর্ণ সুযোগ থাকবে জোকোভিচের সামনে। রবিবার (১১ জুন) ফাইনালে জোকোভিচকে হারাতে হবে ক্যাসপার রুড অথবা আলেকজান্ডার জেরেভেকে।

Advertisement
Share.

Leave A Reply