fbpx

বড় ব্যবধানে হারের পর সাকিব বললেন, ‘ভেঙে পড়লে চলবে না’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দ্বিতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ের পর ব্যাটিং ব্যর্থতার নজির দেখিয়েছে বাংলাদেশ দল। ফলে ভারতের ধর্মশালায় ইংল্যান্ডের কাছে টাইগাররা এদিন বড় ব্যবধানে হার দেখেছে। জস বাটলাদের দেওয়া ৩৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের দল থামে ২২৭ রানে। পরে ১৩৭ রানে বড় পরাজয়ের জন্য পরিকল্পনা কাজে লাগাতে না পারার কথা জানিয়েছেন অধিনায়ক সাকিব।

ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে হারের পরও সাকিব আল হাসান বললেন, ‘আমাদের ভেঙে পড়লে চলবে না।’প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সহজেই জিতেছিল বাংলাদেশ।

টাইগার অধিনায়ক বলেছেন, ‘টসে জয় লাভ করাটা ভালো ছিল। কেননা গতকাল রাতে কিছুটা বৃষ্টি হয়েছিল। পেস বোলারদের জন্য পিচে কিছুটা সাহায্য ছিল, কিন্তু আমরা সেভাবে ভালো শুরু করতে পারেনি। আপনি যখন কাউকে একটি সুযোগ দেবেন, তাখন সে সবসময় শক্তিশালী হবে-ই। আমরা শেষ ১০ ওভারে ভালো করেছি, কিন্তু ৩৫০ রান তাড়া করা সবসময়ই কঠিন।’

ম্যাচে পরিকল্পনার বাস্তবায়ন না হওয়া নিয়ে সাকিব বলেন, ‘আমাদের ভালো একটা পরিকল্পনা তো ছিলই। কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি। আমাদের ব্যাটিংটা হয়েছে খাপছাড়া। শুরুতে যখন বোলিং করছিলাম, প্রথম ৬ ওভার বল সুইং করছিল, এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। রানটা যদি ৩২০-৩৩০ হতো, তাও একটা সুযোগ ছিল।’

Advertisement
Share.

Leave A Reply