fbpx

বাংলাদেশে এসেছে ইংল্যান্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মার্চে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে ইংল্যান্ড। শুক্রবার সকাল সোয়া আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশরা। ৭ বছর পর বাংলাদেশের মাটিতে এটিই হবে ইংল্যান্ড-বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ। তবে বাংলাদেশের মাটিতে এবারই প্রথম খেলবেন টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ২০১৬ সালে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে এসেছিল তারা।

এবারের সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি টোয়েন্টি খেলবে সফরকারীরা। আগামী ১ ও ৩ মার্চ মিরপুরে হবে সিরিজের প্রথম দুইটি ওয়ানডে। এ ছাড়া ৬ মার্চ চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

অন্যদিকে একই ভেন্যুতে ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি টোয়েন্টি। এরপর ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও দুই দলই এরই মধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে মাঠে গড়াবে। আর টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ বেলা ৩টা থেকে শুরু হবে।

Advertisement
Share.

Leave A Reply