fbpx

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ’এ’ দলের টেস্ট ম্যাচ শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ‘এ’ দল ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার তিনটি চার দিনের আনঅফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সকাল ১০ টায়।

গত ১১ মে তিনটি চারদিনের আনঅফিসিয়াল ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছায় ক্যারিবীয় বাহিনী। এই সিরিজের জন্য অনেক আগেই দল ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সিরিজে ওয়েস্ট ইন্ডিজ যুবাদের নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সাদা পোষাকের নিয়মিত মুখ জশুয়া ডি সিলভা।

২০২২ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজে সফর করেছিলো বাংলাদেশ এ দল। এটি ক্যারিবীয়দের ফিরতি সফর। ঐ সফরে দু’টি চারদিনের টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো বাংলাদেশ। দু’টি চারদিনের টেস্ট ম্যাচ দুইটি ড্র হয়েছিল এবং ওয়ানডেতে  ১টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাবার কারণে  সিরিজ ১-১ এ সমতায় শেষ হয়েছিল।

বাংলাদেশ এ দলকে এবার নেতৃত্ব দিচ্ছেন সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন।

সিলেটে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ক্যারিবীয় অধিনায়ক জশুয়া ডি সিলভা। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দলের সংগ্রহ ৩৫ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান।

Advertisement
Share.

Leave A Reply