fbpx

বাবর-ওমরজাই জুটিতে দুর্দান্ত জয় রংপুরের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৭৭ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ ধরে রাখতে পারেনি মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। এবার দ্বিতীয় ম্যাচেও হার দেখলো সিলেট। মিরপুরে বাবর আজম ও আজমাতুল্লাহ ওমরজাইয়ের ৮৬ রানের জুটিতে ৪ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স।

মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। নির্ধারিত বিশ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ১২০ রান। ৩৬ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন বেনি হাওয়েল, ৩১ বলে ৩১ করেছেন বেন কাটিং। ব্যাটিং অর্ডার ওলটপালট করার পরেও কাজ হয়নি খুব একটা।

দলীয় পঞ্চাশের আগেই ৫ উইকেট হারায় সিলেট। তিনে নামা মাশরাফী আউট হয়েছেন ৭ বলে ৬ রান করে। ওপেনার নাজমুল হাসান শান্ত করেছেন ২২ বলে ১৪ রান।  আগেরদিন ৭০ করা জাকির আউট হয়েছেন ৪ বলে ১ রান করে।

১২১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে নুরুল হাসান সোহানের দল। সাকিবকে ছাড়াই এদিন মাঠে নামে রংপুর। দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন বাবর। তার ব্যাটেই এসেছে দলটির প্রথম ম্যাচ জয়ের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। ৪৯ বলে ৬টি চারের বাউন্ডারিতে পাকিস্তানি তারকা ৫৬ রান করেছেন। আরেক বিদেশি অলরাউন্ডার আফগানিস্তানের ওমরজাই ৩৫ বলে দুটি চার ও তিন ছক্কায় করেছেন ৪৭ রান।

বাবর ও ওমরজাইয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে মাশরাফি বিন মুর্তজার দল সিলেট স্ট্রাইকার্সকে ১০ বল হাতে রেখেই হারিয়েছে নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স। সিলেটের হয়ে ২০ রান খরচায় সর্বোচ্চ তিন উইকেট পেয়েছেন লঙ্কান স্পিনার দুশান হেমন্থ।

Advertisement
Share.

Leave A Reply