fbpx

বিপিএল থেকে ছিটকে গেলেন তাসকিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পিঠের ইনজুরির কারণে বিপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন সিলেট সানরাইজার্সের পেসার তাসকিন আহমেদ। সোমবার সিলেট কর্তৃপক্ষ গণমাধ্যমকে সংবাদটি নিশ্চিত করেছে। তাঁর বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এ কে এস স্বাধীন।

সিলেটের হয়ে চলতি বিপিএলে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, এরপরই পুরোনো ইনজুরির কারণে তাসকিন আহমেদ ছিটকে গেছেন একাদশ থেকে। তবে, সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন এমনটাই আশা করছে বিসিবি।

এর আগে তাসকিনকে না খেলাতে পারার ব্যাপারে সিলেটের ফিজিও আগেই জানিয়েছিলেন, “তাঁকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নেই, সামনেই আফগানিস্তান সিরিজ। সে যেন ফিট হয়ে এই সিরিজে অংশ নিতে পারে সেটাও দেখতে হচ্ছে।”

“তাসকিনের পিঠের ইনজুরিটা আগে থেকেই ছিল। এরপর বিপিএলে পুনরায় ব্যাথা অনুভব করেন, তখন আমরা এমআরআই করাই। জাতীয় দলের ফিজিও বায়েজিদ ভাইয়ের পরামর্শেই চলছে তাসকিনের চিকিৎসা। যতক্ষণ অব্দি পিঠের ব্যথা পুরোপুরি দূর না হচ্ছে, তাঁকে খেলাতে পারছি না। কারণ, সামনেই আফগানিস্তান সিরিজ”- তিনি আরও জানান।

Advertisement
Share.

Leave A Reply