fbpx

বিশ্বকাপে নামিবিয়ার নতুন ইতিহাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বকাপের গ্রুপ রাউন্ডে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নদের ৫৫ রানে হারিয়েছে নামিবিয়ানরা। নামিবিয়ার দেয়া ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৮ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই খেই হারায় নামিবিয়া, ৩৫ রানেই হারায় ৩ উইকেট। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪৩ রান। এরপর দলের হাল ধরেন জান ফ্রাইলিঙ্ক। ১৫৭.১৪ স্ট্রাইক রেটে ৪ চারের সাহায্যে ২৮ বলে করেন ৪৪ রান। আর ১৯৩.৭৫ স্ট্রাইক রেটে ১৬ বলে ৩১ রানের অপরাজিত ক্যামিও নক খেলে দলকে ১৬৩ রানের পুজি এনে দেন জেজে স্মিট।

বিশ্বকাপে নামিবিয়ার নতুন ইতিহাস

২৮ বলে ৪৪ রান করেছেন জান ফ্রাইলিঙ্ক

শেষ চার ওভারে নামিবিয়া স্কোর কার্ডে তোলে ৫৭ রান। লঙ্কানরা এর আগে এর চেয়ে বেশি রান দিয়েছিল মাত্র একবারই; ২০১০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে সেবার চার ওভারে ৬২ রান হজম করেছিল দলটি। ২০ ওভার শেষে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে এশিয়া কাপের চ্যাম্পিয়নরা শুরুতেই পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ৪ ওভার শেষে দুই বলে দুই উইকেট নিয়ে লঙ্কানদের চাপে ফেলে দেন নামিবিয়ার ডান হাতি পেসার বেন শিকঙ্গো। এলবিডব্লিউ করে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন শিকঙ্গো। তবে থার্ড আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দেন।

প্রথম ৫ ওভার শেষে দলীয় ৩৬ রানেই ৩ উইকেট চলে যায় লঙ্কানদের। এরপর ভানুকা রাজাপাকসে ২১ বলে ২০ আর অধিনায়ক দাসুন শানাকা ২৩ বলে ২৯ রান করলেও দলকে জেতাতে পারেননি। ১৯ ওভারে সব উইকেট খুইয়ে তারা সংগ্রহ করে মোটে ১০৮ রান। নামিবিয়ার পক্ষে ডেভিড ওইজা, বের্নার্ড স্কলজ, বেন শিকঙ্গো এবং জান ফ্রাইলিঙ্ক প্রত্যেকেই দুইটি করে উইকেট পেয়েছেন।

Advertisement
Share.

Leave A Reply