fbpx

‘বিসিবিতে আমার সময় শেষ, আর থাকছি না’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও রাসেল ডমিঙ্গো টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে প্রধান কোচের দায়িত্বে ঠিকই বহাল ছিলেন।

তবে, গতকাল প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে বেশকিছু বিস্ফোরক মন্তব্য করে আলোচনার জন্ম দেন ডমিঙ্গো। ফলে তার কাছে জবাবদিহিতাও চায় বিসিবি।

তখনই প্রশ্ন উঠে, প্রধান কোচের দায়িত্বে থাকছেন তো এই প্রোটিয়া?  উত্তর, না। ডমিঙ্গোকে আর দেখা যাবে না টাইগারদের প্রধান কোচ হিসেবে।

বিসিবির তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও দৈনিক সমকালকে দেয়া এক সাক্ষাৎকারে ডমিঙ্গো নিশ্চিত করেছেন, তিনি আর টাইগারদের কোচ থাকছেন না।

“বিসিবিতে আমার সময় শেষ, আর থাকছি না”-জানিয়েছেন ডমিঙ্গো।

অবশ্য, ডমিঙ্গোর প্রতি বিসিবির তোলা সব অভিযোগও তিনি মেনে নিয়েছেন। চুক্তির শর্ত অনুযায়ী, ডমিঙ্গো পদত্যাগ করতে পারবেন আগামী ৩০ নভেম্বরের পর। সে ক্ষেত্রেও তাকে অন্তত তিন মাসের নোটিশ দিতে হবে। তবে উভয় পক্ষ রাজি থাকলে যে কোনো কিছুই হতে পারে।

Advertisement
Share.

Leave A Reply