fbpx

বুমরাহকে আইপিএলে দেখতে চান না আকাশ চোপড়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চোটের কারণে গেল বছর সেপ্টেম্বর থেকেই জাতীয় দলের বাইরে আছেন জাসপ্রিত বুমরাহ। ২০২২ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই মিস করছেন চলতি অস্ট্রেলিয়া সিরিজও। অবশ্য, পিঠের ইনজুরি কাটিয়ে এই পেসার আছেন আইপিএলে ফেরার অপেক্ষায়। তবে, ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, প্রয়োজনে বুমরাহর আইপিএল বাদ উচিত।

২০১৩ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ১২০টি ম্যাচ খেলেছেন জাসপ্রিত বুমরাহ, নিয়েছেন ১৪৫টি উইকেট। আকাশের মতে, বিসিসিআই যদি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য বুমরাহকে পুরোপুরি ফিট হিসেবে পেতে চায়, তাহলে তাকে আইপিএল খেলানোর ব্যাপারে সতর্ক হতে হবে।

“আপনি প্রথমেই ভারতের খেলোয়াড়, এরপর ফ্র্যাঞ্চাইজি দলের। সুতরাং বুমরাহ যদি এতোটুকুও অস্বস্তি বোধ করে, তাহলে বিসিসিআইয়ের অবশ্যই তাকে আইপিএল খেলতে দেয়া উচিত না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে না, যদি সে জোফরা আর্চারের সাথে সাতটা ম্যাচ না খেলে”-‘স্পোর্টসকিডা’-কে দেয়া এক সাক্ষাৎকারে আকাশ

বর্তমানে ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এনসিএ) অধীনে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই ডানহাতি পেসার। সেখানে ফিটনেস পরীক্ষায় লেটারমার্ক তুলতে পারলেই পেয়ে যাবেন আইপিএল খেলার অনাপত্তিপত্র (এনওসি)।

Advertisement
Share.

Leave A Reply