fbpx

ভারতের দশ উইকেটে জয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টেস্ট জিতে শুরু, মাঝে টি-টোয়েন্টি সিরিজে হার; ওয়ানডে সিরিজও ইংল্যান্ড শুরু করলো হার দিয়েই। শুধু হার নয়, বলতে গেলে সফররতদের সামনে পাত্তাই পায়নি স্বাগতিক দল। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড যেখানে অল-আউট হয়েছে ১১০ রানে সেখানে ভারত ম্যাচ জিতেছে কোনো উইকেট না হারিয়েই।

দ্য ওভালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। গ্রোয়িং ইনজুরির কারণে একাদশে ছিলেন না অফফর্মে থাকা বিরাট কোহলি।

ম্যাচের শুরু থেকেই ইংলিশ ব্যাটারদের চেপে ধরে ভারতের পেস ইউনিট। শুরুটা জাসপ্রিত বুমরাহর হাতধরে। ইংলিশদের অর্ডারের প্রথম ছয় ব্যাটারের চারজনেই ফিরেছেন শূন্য রানে। বুমরা একাই নিয়েছেন ছয় উইকেট, তাকে সঙ্গ দেওয়া মোহাম্মদ শামির উইকেট সংখ্যা তিন। বাকি এক উইকেট নিয়েছেন আরেক পেসার প্রাসিধ কৃষ্ণা।

টি-টোয়েন্টি ঘরনার ব্যাটিংয়ে ১৮.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। রোহিত শর্মার ব্যাটে ৫৮ বলে অপরাজিত ৭৬ এবং শিখর ধাওয়ানের ব্যাটে ৫৪ বলে অপরাজিত ৩১ জয়ের বন্দরে পৌঁছতে সফররতদের তেমন কোনো বেগ পেতে হয়নি।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী বৃহস্পতিবার লর্ডসে।

সংক্ষিপ্ত স্কোর
ইংল‍্যান্ড: ১১০ (২৫.২ ওভার) (বাটলার ৩০, উইলি ২১, মঈন আলী ১৪, কার্স ১৫; বুমরাহ ৭.২-৩-১৯-৬, মোহাম্মদ শামি ৭-০-৩১-৩)

ভারত: ১১৪/০ (১৮.৪ ওভার) (রোহিত ৭৬*, ধাওয়ান ৩১*; স্টোকস ১-০-১-০, উইলি ৩-০-৮-০, মঈন আলী ২-০-৯-০, টপলে ৫-৩-২২-০)

ফলাফল: ভারত ১০ উইকেটে জয়ী

ম‍্যাচসেরা: জাসপ্রিত বুমরাহ

Advertisement
Share.

Leave A Reply