fbpx

ভারতের বিপক্ষে থাকবেন না মুশফিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চলতি এশিয়া কাপে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেই দেশের ফ্লাইট ধরেছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিজের দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন। শ্রীলঙ্কায় ফেরার কথা থাকলেও ফিরছেন না তিনি। তাই ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দলে থাকবেন না তিনি।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক লিখিত বিবৃতিতে এমনটা জানানো হয়।

বিবৃতিতে লেখা হয়েছে, ব্যাটসম্যান মুশফিকুর রহিম শুক্রবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটি মিস করবেন কারণ বোর্ড তাকে তার নবজাতক সন্তান এবং পরিবারের সাথে থাকার জন্য ছুটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে।‘

এতে আরও লেখা হয়েছে, ‘বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেছেন: “মুশফিকুর আমাদের জানিয়েছেন যে তার স্ত্রী এখনও সুস্থ হচ্ছেন এবং এই সময়ে তাকে তার পাশে এবং তাদের সন্তানদের সাথে থাকতে হবে। আমরা তার পরিস্থিতি পুরোপুরি বুঝতে পেরেছি এবং তাকে ছুটিতে থাকার যাওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

Advertisement
Share.

Leave A Reply