fbpx

ভারত নাকি অস্ট্রেলিয়া; কে খেলবে ফাইনাল?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল ভারত। তবে সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি।

বৃহস্পিতবার আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়ারই মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এবার কি সেই ফাইনাল হারের প্রতিশোধ নিতে পারবে হারমানপ্রীতের দল? উত্তর জানা যাবে নিউল্যান্ডসে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের শেষেই।

এখন পর্যন্ত আইসিসির ইভেন্টগুলোতে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। সব মিলিয়ে পাঁচবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা। সেকারণেই অভিজ্ঞতার দিক বিবেচনা করলে এই ম্যাচে ফেভারিট অস্ট্রেলিয়াই।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিততে পেরেছে ভারত, শুধুমাত্র হেরেছে ইংল্যান্ডের বিপক্ষে। অপরদিকে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তাই পায়নি কোনো দল। সবগুলো ম্যাচ ডমিনেট করেই জিতেছে মেগ ল্যানিংয়ের দল।

তবে ভারতকে মোটেও সহজ প্রতিপক্ষ ভাবছে না অস্ট্রেলিয়া। এমনটিই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির অধিনায়ক মেগ ল্যানিং। তিনি বলেছেন,“পুরো আসরেই ভারত দেখিয়েছে তারা এক কিংবা দুইজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়। তাদের স্কোয়াডের গভীরতা অনেক বেশি। তারা শক্তিশালী দল। জিততে হলে আমাদের নিজেদের সেরাটা দিয়েই খেলতে হবে”

অপরদিকে অস্ট্রেলিয়া শক্তিশালী হলেও তাদের বিপক্ষে জয়ের আশা করছে ভারত। দলটির উইকেটকিপার ব্যাটার রিচা ঘোষ জানিয়েছেন, “আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি। এমন না যে তাদের হারানো অসম্ভব। আমরা সবশেষ সিরিজেও তাদের হারিয়েছি। তারা অবশ্যই শক্তিশালী দল। তবে আমরা তাদের হারানোর ক্ষমতা রাখি”

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২২ বার। ১৫ ম্যাচেই জিতেছে অস্ট্রেলিয়া।

Advertisement
Share.

Leave A Reply