fbpx

ভায়াদলিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লা-লিগার শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকতেই রিয়াল ভায়াদলিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১.০০ ক্যাম্প ন্যুতে কাতালানরা লড়বে পয়েন্ট টেবিলের ১৬ নম্বর দলের সাথে।

এরই মধ্যে জমে উঠেছে লা-লিগা, শিরোপা কার হাতে উঠবে এখনও নিশ্চিত না। ৬৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার আতলেতিকো মাদ্রিদ। ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট কম নিয়ে তিনে আছে বার্সেলোনা। তিন দলের মধ্যেই লড়াই হচ্ছে হাড্ডা-হাড্ডি।

ভায়াদলিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা

লা-লিগায় রিয়াল ভায়াদলিদের সাথে মেসিরা এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ১৩ ম্যাচেই জয়ের দেখা পেয়েছে। ঘরের মাঠে ২০১৪ সালে কাতালনদের একবারই হারিয়েছিল ভায়াদলিদ তবে বার্সেলোনা লা-লিগার শেষ ১৮ ম্যাচেই অপরাজিত তাই দলের আত্মবিশ্বাসও তুঙ্গে।

ম্যাচের আগে স্বস্তিতে রোনাল্ড কোম্যান। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের খেলা শেষে দলের সাথে যোগ দিয়েছেন  গ্রিজমান, হোর্দি আলবা ও ওসমান দেম্বেলে-রা।

ভায়াদলিদের বিপক্ষে ম্যাচের আগেই ফের মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন রিভাল্ডো। কিংবদন্তি ব্রাজিল তারকা বলেছেন,

‘‘সংবাদ মাধ্যম যতই দাবি করুক ম্যানচেস্টার সিটি আগ্রহী নয় মেসিকে সই করাতে, আমার মতে বিষয়টা আদৌ  সত্যি নয় ’’

আগামী মৌসুমে মেসি কি থাকবেন বার্সায়? এ আলোচনা নিয়ে আবারও বিভক্ত ফুটবল বিশেষজ্ঞরা। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো অবশ্য জানিয়েছে  ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা দায়িত্ব নেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক, মেসি বার্সেলনাতেই ক্যারিয়ার শেষ করতে তৈরি।

Advertisement
Share.

Leave A Reply