fbpx

ভিনিসিয়ুস-ভালভের্দের জোড়া গোলে শিরোপা জিতল রিয়াল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্লাব বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। সৌদি ক্লাব হিসেবে প্রথমবার ফাইনালে উঠা আল হিলালকে কার্লো আনচেলত্তির শিষ্যরা ৫-৩ গোলে হারিয়েছে। আক্রমণের ধারের দিক দিয়ে ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা ও ফেদেরিকো ভালভের্দে নিজেদের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়েছিল। মূলত, এই তিনজনের গোলেই ক্লাব বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুস ও ভালভের্দে করেন জোড়া গোল।

রাতে প্রিন্স আবদেল্লাহ স্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠেছিল। ইউরোপিয়ান চ্যাম্পিয়ানরা শুরুতেই আল হিলালকে চেপে ধরে। খেলার ১৩ মিনিটে বেনজেমার পাসে ভিনিসিয়াস প্রতিপক্ষের জাল খুঁজে নেন। পাঁচ মিনিট পর মিডফিল্ডার ভালভের্দের জোড়ালো শট জালে জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ব্যবধান কমানোর জন্যে মেতে উঠে হিলালের খেলোয়াড়রা। ২৬ মিনিটে গোলের দেখা পেয়ে যায় সৌদি ক্লাব। মুসা মারেগার গোলে ২-১ এ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে আল হিলাল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আবার আক্রমণে যায় দুই দল। ৫৪ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে বেনজেমা  গোল করলে আবারও ব্যবধান বাড়ায় রিয়াল। এর চার মিনিট পর ভালভের্দে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ান। এরপর বেশ কয়েকটি আক্রমণ করে হিলাল। ৬৩ মিনিটে আবারও ব্যবধান কমায় তারা। সৌদি আল হামিদের পাসে বল জালে জড়ান লুসিয়ানো ভিয়েত্তো।  এরপর আবারও গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস। ৭৯ মিনিটে হিলালের ভিয়েত্তো গোল করলে ৫-৩ এ ব্যবধান কমায় আল হিলাল। শেষদিকে দুই দল আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত ৫-৩ গোলের জয় নিয়ে ক্লাব বিশ্বকাপ জিতে নেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

Advertisement
Share.

Leave A Reply