fbpx

মিরপুরে ফিরছেন ‘অলরাউন্ডার’ সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পিঠে বল লাগার পর থেকেই পাঁজরের ব্যথায় ভুগছিলেন সাকিব আল হাসান। প্রথম টেস্টে ১২ ওভারের বেশি বলও করতে পারেননি। তবে, দ্বিতীয় টেস্ট থেকেই অলরাউন্ডারের ভূমিকায় সাকিবকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

“সাকিব এখন ঠিক আছে, সে বল করবে। ওয়ানডে ম্যাচে সে ব্যথা পেয়েছিল, সেটা থেকে সেরে উঠেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং বোলিং করার জন্যও প্রস্তুত”-ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডোনাল্ড 

এছাড়াও, এ টেস্টের মধ্য দিয়ে ৮ মাস পর আবারও সাদা পোশাকে মাঠে নামবেন তাসকিন আহমেদ। গেল মার্চে সাউথ আফ্রিকায় প্রথম টেস্টে পিঠের চোট পাওয়ার পর আর টেস্ট খেলেননি এই পেসার। ঢাকা টেস্টে সাকিব এবং তাসকিনের দলে অন্তর্ভুক্তিতে টাইগার বোলিং কম্বিনেশন কেমন হয়ে পারে সেই আভাসও দিয়েছেন এই কোচ। তিনি জানান, “চট্টগ্রাম টেস্টে খেলা তিন স্পিনার খেলবে, আর দুই পেসার তাসকিন ও খালেদ থাকবে। এটাই সম্ভবত হতে যাচ্ছে।” 

Advertisement
Share.

Leave A Reply