fbpx

মেন্ডিস হলেন শ্রীলঙ্কার নতুন অধিনায়ক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বকাপে অধিনায়কদের চোটে পড়ার ধারা শুরু হয়েছে যেনো। চেন্নাইয়ে একই ম্যাচে চোটে পড়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন।

এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে চোটে পড়েন। জানা গেছে, এই চোটে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন শানাকা। তাঁর জায়গায় দলে এসেছেন চামিকা করুনারত্নে।

বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কার অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কুশল মেন্ডিস। ২৮ বছর বয়সী এই উইকেটকিপার–ব্যাটসম্যান কয়েক মাস ধরে সহ–অধিনায়কের দায়িত্বে ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বও করেছেন।

শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি জানিয়েছে।

শানাকার জায়গায় অধিনায়কত্ব পাওয়া কুশল মেন্ডিস আছেন দারুণ ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৪২ বলে ৭৬ আর পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে করেছেন ৭৭ বলে ১২২। গড় ৯৯ আর স্ট্রাইক রেট টি-টোয়েন্টিতুল্য ১৬৬.৩৮! দুই ম্যাচে মেরেছেন ১৪টি ছক্কা। বিশ্বকাপের আগে এশিয়া কাপেও শ্রীলঙ্কার সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন মেন্ডিস। ৬ ম্যাচে ৩ ফিফটিতে করেছিলেন ২৭০ রান।

লক্ষ্ণৌতে আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। নতুন অধিনায়ক মেন্ডিসের নেতৃত্বে লঙ্কানরা ঘুরে দাঁড়াতে পারে কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।

Advertisement
Share.

Leave A Reply