fbpx

মেসির কাছে ক্ষমা চাইলেন সেই মেক্সিকান বক্সার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মেসির বিরুদ্ধে জার্সি ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তোলা সেই মেক্সিকান বক্সারের কথা মনে আছে তো? ক্যানসেলো আলভারেজ নামের সেই বক্সারের যে টুইট একের পর এক আলোড়ন তুলছিল।

নানা ঘাটের জল খেয়ে অবশেষে সেই মেক্সিকান এই বক্সার ক্ষমা চাইলেন লিওনেল মেসির কাছে। বিতর্কে মুখ খুললেন খোদ মেসিও। বললেন, কাউকে তিনি অসম্মান করেননি।

বুধবার আলভারেস টুইট বার্তায় তার নতুন উপলব্ধির কথা জানান। বলেন, ‘দেশের প্রতি আমার আবেগ ও তীব্র ভালোবাসা থেকে গত কয়েকদিনে আমি বাড়াবাড়ি করে ফেলেছি এবং এমন মন্তব্য করেছি, যা উচিত হয়নি। আমি তাই মেসির কাছে ও আর্জেন্টিনার মানুষের কাছে ক্ষমাপ্রার্থী। প্রতিদিনই আমরা নতুন কিছু শিখছি, এবার ছিল আমার পালা।’

পোল্যান্ডের বিপক্ষে বুধবার ২-০ গোলের জয়ের পর মেসিকে এই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। মেসি নিজের অবস্থান পরিষ্কার করে জানান, ‘আমি দেখেছি সে কী বলেছে। তবে আমার মনে হয়, এটা স্রেফ ভুল বোঝাবুঝি। আমাকে যারা চেনে, তারা জানে যে আমি কাউকে অসম্মান করি না। আমার ক্ষমা চাওয়ার কিছু নেই, কারণ আমি মেক্সিকোর মানুষ, তাদের জার্সি বা কাউকে অসম্মান করিনি।’

প্রসঙ্গত, গ্রুপ পর্বে মেক্সিকোকে হারিয়ে নিজেদের ড্রেসিংরুমে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে আর্জেটনার খেলোড়াররা। মেসিদের এই উদযাপনের সময় মেক্সিকোর জাতীয় দলের জার্সি অসম্মানিত হয়েছে বলে মনে করেন মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ। বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা এই বক্সার মেসিকে হুমকির সুরে সতর্কও করে দিয়েছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ মেসিদের ড্রেসিংরুমে উদযাপনের ভিডিও প্রকাশ করেছে। মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পর ড্রেসিংরুমে গান গাচ্ছিলেন আর্জেন্টিনা দল। আর ম্যাচের হিরো লিওনেল মেসি তখন নিজ জায়গায় বসে বুট খুলছিলেন।

বুট খোলার একপর্যায়ে সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন এই সুপারস্টার। কিন্ত বাঁধ সাধেন ক্যানসেলো আলভারেজ। বেশ কয়েকটি টুইট বার্তায় তিনি লেখেন, ‘আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার করা সবাই দেখেছেন?’

আরেকটি টুইটে আলভারেজ লিখেছেন, ‘আমার সামনে যেন তাকে পড়তে না হয়, সেজন্য তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত।’

আরেকটি টুইটে তিনি লিখেছেন, ‘ভক্তদের বিষয়টি আলাদা। আমরা তো অন্যের কাছে উদাহরণ। এত বেশি বেশি কোরো না…।’ নিজের ক্ষোভ সরাসরি এভাবেই প্রকাশ করেছেন আলভারেজ, ‘সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সে যেন আমার সামনে না পড়ে।’

এ ঘটনায় মেসির পাশে আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার সের্হিও আগুয়েরো, ব্রাজিলের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফেলিপে মেলো পাশে দাঁড়ান। তারা জানান, ‘আলভারেজ ফুটবলের কিছু বোঝে না।’

Advertisement
Share.

Leave A Reply