fbpx

যুক্তরাষ্ট্রে ৭২ ঘণ্টায় গুলিতে নিহত ১৫০ জন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রে তিন দিনে গোলাগুলির ঘটনায় ১৫০ জন নিহত হয়েছেন। দেশটিতে স্বাধীনতা দিবস উদযাপনের মাঝে গত শুক্র থেকে রবিবার পর্যন্ত ৭২ ঘন্টায় গুলিতে অন্তত ১৫০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন।

দেশটির গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ এ তথ্য প্রকাশ করেছে। তারা বলেছে, এই তিন দিনে কমপক্ষে ৪০০টি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে সহিংসতার ঘটনা বেড়েছে। সম্প্রতি শিকাগোয় সহিংসতার পরিমাণ বেড়েছে। ২০২০ সালে সেখানে ৭৭৪টি হত্যার ঘটনা ঘটেছে।

সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, গত ২০ বছরের মধ্যে এমন সহিসংতার ঘটনা বছর গেছে মাত্র দুটি। এছাড়া সংখ্যা বিবেচনায় শিকাগোর হত্যাকাণ্ডের পরিমাণ নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মোট হত্যাকাণ্ডের সংখ্যার সমান।

শিকাগো শহরে ৪ জুলাই মোট ৮৮ জনকে গুলি করা হয়েছে। এর মধ্যে মোট ১৪ জন মারা গেছেন। সাধারণত ছুটির দিনে এই শহবে হত্যাকাণ্ডের ঘটনা বেশি ঘটে থাকে। পরিস্থিতি সামলে নিতে সিটি কাউন্সিলর নতুন উদ্যোগ নিলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি। শিকাগো পুলিশের সুপারিনটেনডেন্ট ডেভিড ব্রাউন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শিকাগো ছাড়াও নিউইয়র্কেও সহিংসতার পরিমাণ বেড়েছে। সেখানকার পুলিশ দপ্তর জানিয়েছে, এ শহরে শুক্র থেকে রবিবার পর্যন্ত ২১টি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়েছেন ২৬ জন।

সিএনএনের খবরে বলা হয়েছে, গত বছরের তুলনা এ বছর নিউইয়র্কে গুলির ঘটনা ৪০ শতাংশ বেড়েছে। এ বছর গুলির ঘটনা ঘটেছে ৭৬৭টি। আর হতাহত হয়েছেন ৮৮৫ জন।

Advertisement
Share.

Leave A Reply