fbpx

রমিজের সিদ্ধান্ত মানতে পারছেন না বাট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পিসিবি সভাপতি রমিজ রাজা সম্প্রতি পদক্ষেপ নিয়েছেন পিএসএলের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের। যেটি হবে ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক টুর্নামেন্ট। তার প্রস্তাবিত নিয়মে পাকিস্তান জুনিয়র লিগের ম্যাচগুলো হবে ২০ ওভারের।

রমিজের এমন প্রস্তাবে চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং ওপেনার সালমান বাট। তার মতে শর্টার ফরম্যাটের টুর্নামেন্টের মাধ্যমে একজন উঠতি ক্রিকেটার নিজেকে উপস্থাপন করতে পারবেন কিনা ঠিকঠাক ভাবে তা নিয়ে সংশয় থেকে যায়। “কিছুদিন আগে স্কুল চ্যাম্পিয়নশিপ হয়েছিলো, যেখানে এমন এসব ক্রিকেটার ছিলো যারা সেসব স্কুলের ছিলো। অনেকেই ছিলো বহিরাগত। তবুও তারা পুরো টুর্নামেন্ট জুড়ে খেলে গেছে।’’

সাবেক এই ওপেনারের মতে এই বয়স থেকে এসব টুর্নামেন্টে আগ্রহী হয়ে উঠলে উদীয়মান ক্রিকেটাররা ভবিষ্যতে অন্যান্য ফরম্যাটের প্রতি বিমুখ থাকবে।

‘এমন টুর্নামেন্ট উদীয়মান ক্রিকেটারদের ফিটনেস এবং ফিটনেস কমানোর কারণ হয়ে দাঁড়াবে। এটাতে খেলতে খেলতে ক্যারিয়ারে তারা শুধুমাত্র এই ফরম্যাটকেই পছন্দ করবে। তরুণদের সব ধরনের ক্রিকেটের জন্য আগ্রহী করে না তুললে দেশের ক্রিকেট ক্ষতির মুখে পড়বে।’

Advertisement
Share.

Leave A Reply