fbpx

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের রেকর্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টি-টোয়েন্টিতে রান তাড়া করে জেতার পাকিস্তানের আগের রেকর্ড ছিলো ১৮৩ রান। সেই রেকর্ড এবার টপকে রান তাড়া করে জেতার নতুন সংখ্যা লিখেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৮৯ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে এক বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। রেকর্ড গড়ার দিনে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান খেলেন ম্যাচ জয়ী ইনিংস। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত থাকেন ৭৪ রানে অপরাজিত। শেষ ৫ ইনিংসে রিজওয়ানের রান ৩৬০। তার মধ্যে একটা সেঞ্চুরি, তিনটা হাফ সেঞ্চুরি। অন্য ইনিংসটাও ৪০ উর্দ্ধ।

টস জয়ী দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট নিয়ে সুবিধা করতে পারেনি। পাওয়ার প্লে’তে দুই উইকেট হারায় তারা। হাল ধরেন এইডেন মারক্রাম এবং ক্লাসেন। ৫০ উর্দ্ধ পার্টনারশিপ ইনিংসের গতিপথ পাল্টে দেয়। দু’জনের আগ্রাসী ব্যাটিংয়ে রানের গতি বাড়ে দ্রুত। ১০ ওভারে আসে ৯৮ রান।

জোড়া হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভীত পায় দক্ষিণ আফ্রিকা। মাক্রারাম বিদায় নেন ফিফটি করেই। এরপর ফন বিলিয়োনকে নিয়ে আরেকটি ৫০ উর্দ্ধ পার্টনারশিপ ক্লাসেনের। মনে হয়েছিলো, দু’শো ছাড়িয়ে যাবে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ। ক্লাসেন এবং ফন বিলিয়োনের বিদায়ের পর দুই অংক ছুঁতে পারেননি কেউই। ৬ উইকেটে ১৮৮ রানের পুঁজি স্বাগতিকদের।

পাকিস্তান পাওয়ার প্লে’তে হারায় মাত্র এক উইকেট। বাবর আজম আউট হন ১৪ রান করে। কিন্তু ওপেনিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান একপাশ আগলে রেখে পাকিস্তানকে জয়ের পথেই রাখেন। ফখর জামান-মোহাম্মদ হাফিজদের সাথে ছোট ছোট পার্টনারশিপ গড়েন রিজওয়ান।

শেষ দিকে ফাহিম আশরাফকে নিয়ে ৫০ ছুঁই জুটি গড়েন। শেষ চার ওভারে ৫২ রানের সমীকরণ মিলিয়ে ফেলেন এ দু’জন। যদিও ৩০ রানে থামেন ফাহিম আশরাফ। ৬ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতেই পাকিস্তান লক্ষে পৌঁছায় আর প্রথম দল হিসেবে শততম ম্যাচ জেতার রেকর্ড গড়ে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১৮৮/৬

পাকিস্তান ১৮৯/৬

Advertisement
Share.

Leave A Reply