fbpx

রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের গুঁড়িয়ে পেপ গার্দিওলার শিষ্যরা জায়গা করে নিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। সেই সাথে গেল আসরের সেমিফাইনালে মাদ্রিদের সাথে হারের মধুর প্রতিশোধ নিলো সিটিজেনরা।

সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সেমিফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে রীতিমত বিদ্ধস্ত করেছে রিয়াল মাদ্রিদকে। প্রথম লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। ফলে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় আসরের ফাইনালের টিকিট পেল গার্দিওলার দল।

বুধবার (১৭ মে) রাতে শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ম্যানচেষ্টার সিটি। ইতিহাদের এই ম্যাচ রিয়াল মাদ্রিদ অবশ্যই ভুলে যেতে চাইবে। সিটি ম্যাচে কতটা অধিপত্যবিস্তার করেছে তা প্রথম ৩০ মিনিটের হিসাবই বলে দেয় ।

খেলার প্রাথম ৩০ মিনিটে ৭৬ শতাংশ বল ছিল সিটির পায়ে, মাদ্রিদ বল পেয়েছে মাত্র ২৪ শতাংশ। সিটির ২৩৭ পাসের বিপরীতে রিয়াল মাদ্রিদ পাস খেলতে পেরেছে মোটে ৪৫ টি।

প্রথমার্ধের  ২৩  ও  ৩৭ মিনিটে জোড়া গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা। সেমিফাইনালে দ্বিতীয় লেগে ঘরের মাঠে জোড়া গোল করে রীতিমত নায়ক বনে যান সিলভা। জিতেছেন ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাও।

খেলার ৭৬ মিনিটে ৩-০ গোলে পিছিয়ে পড়লে খেলা থেকেই ছিটকে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় জালের ঠিকানা খুঁজে নেন বদলি খেলোয়াড় হিসেবে নামা আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। নির্ধারিত সময়ে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি।

গেল তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। তবে শিরোপা এখনও ছুঁয়ে দেখা হয়নি তাদের।

২০২০-২১ মৌসুমে খুব কাছাকাছি পৌঁছেছিল সিটিজেনরা। তবে চেলসির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। তবে এবার হয়তো পেপ গার্দিওলার চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য বদলাতে চলেছে। আগামী ১১ জুন ইস্তাম্বুলে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে লড়বে তার দল।

Advertisement
Share.

Leave A Reply