fbpx

রোনালদোবিহীন ম্যাচে মুখোমুখি চেলসি-ম্যানইউ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

লিগ শিরোপায় লড়তে থাকা দলগুলোর মধ্যে শীর্ষে নেই চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেডের দুই দলের কেউই। তবে, এই ম্যাচ জিতে গেলে দুই দলের জন্যই থাকছে পয়েন্ট টেবিলে ভালো পজিশনে চলে যাওয়ার সুযোগ।  শনিবার(২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের দুই পরাশক্তির দল।

আবার হাই ভোল্টেজ সেই ম্যাচেই খেলার সুযোগ নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। চলতি মৌসুমের শুরু থেকেই নিয়মিতই সাইড বেঞ্চে বসে সময় কাটাতে হচ্ছে সিআরসেভেনকে। ম্যানচেস্টার ডার্বি, লিভারপুলের সাথে ম্যাচ এমনকি গত ম্যাচে যাদের সাথে হ্যাটট্রিক করেছেন সেই টটেনহামের বিপক্ষেও বুধবার তাকে নামাননি ইউনাইটেড মাস্টারমাইন্ড এরিক টেন হাগ।

রোনালদোর মত তারকা খেলোয়াড়ের স্কোয়াড থেকে বাদ দেওয়া, প্রতিপক্ষ হিসেবে ডাগআউটে দুই হাই প্রোফাইল কোচ গ্রাহাম পোটার ও এরিক টেন হাগের প্রথম দেখা, সব মিলিয়ে মাঠের লড়াইয়ের আগেই ছড়াচ্ছে বাড়তি উত্তাপ। দুই দলই লড়ছে সমানে সমানে, লিগ টেবিলের অবস্থান যথাক্রমে চতুর্থ ও পঞ্চম। সুতরাং, যেই এ ম্যাচ জিতবে সুযোগ থাকছে পয়েন্ট টেবিলে চার নম্বর জায়গাটা আরও পাকা করার।

এছাড়াও, রাতে রয়েছে আরো কিছু ম্যাচ। নটিংহাম ফরেস্ট আতিথ্য দেবে লিভারপুলকে। তবে, লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপকে পাওয়া যাবে না ডাগ আউটে। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রেড কার্ডের জন্য সাসপেনশনে থাকবেন তিনি। অপরদিকে, দ্বিতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার সিটি ইতিহাদে ব্রাইটনের বিপক্ষে নামবে ফেভারিট হিসেবেই।

Advertisement
Share.

Leave A Reply