fbpx

লংকান ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচফিক্সিংয়ের অভিযোগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যদিও জাতীয় ক্রিকেট ছেড়েছেন কিন্তু ম্যাচ ফিকিংয়ের অভিযোগ তার পিছু ছেড়েনি। আবারও শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার সচিত্র সেনানায়েকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।

অভিযোগ প্রমাণিত হলে বড় মেয়াদে শাস্তি হতে পারে। আগামী তিন মাস তার দেশ ছাড়ার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে ২০২০ সালে লংকান প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচ গড়াপেটা করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

এবার ৩৮ বছর বয়সি সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ- দুই ক্রিকেটারকে ফোনে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে শ্রীলংকান পুলিশ।

আদালতে চার্জশিট জমা দেওয়ার পর শুরু হয়েছে শুনানি। সেই মামলায় কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট সোমবার সেনানায়েকের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

সেনানায়েক দেশের হয়ে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত খেলেছেন। এ সময়ে একটি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৮টি উইকেট শিকার করেন।

Advertisement
Share.

Leave A Reply