fbpx

সব ব্যাটসম্যানের এক সাথে অফ ফর্মই বিশ্বকাপ ব্যর্থতার কারণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আসরে বাংলাদেশ দলের পারফরম্যান্স একেবারেই যা-তা। আফগানিস্তানকে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা ৫ পরাজয়ে পয়েন্ট তালিকার প্রায় তলানিতে এখন আছে সাকিব আল হাসানের দল। সর্বশেষ গতকাল (শনিবার) আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশের এমন পারফরম্যান্সে স্তব্ধ পুরো জাতি। এর পরিপ্রেক্ষিতে দুপুরে দলের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে জরুরি সভায় বসেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বলেছেন, দলের সব ব্যাটসম্যান একসঙ্গে অফ ফর্মে, যে কারণে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
কলকাতায় বাংলাদেশ দল আছে তাজ বেঙ্গলে। সেখানেই রোববার টাইগারদের কোচিং স্টাফ ও সিনিয়র ক্রিকেটারদের নিয়ে জরুরি সভায় বসেন তিনি। সভা শেষে এ কথা বলেন বিসিবি সভাপতি।
বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘আমাদের এখনো তিনটি ম্যাচ বাকি আছে। তাই বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা এবং এর নিরিখে ব্যবস্থা নেওয়ার মতো অবস্থায় আমরা নেই। বিশ্বকাপ শেষ হোক, তারপর পুরো মূল্যায়ন করা হবে। তবে সামনে যেহেতু আরও খেলা আছে, সেহেতু এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।’

Advertisement
Share.

Leave A Reply