fbpx

সাউথ আফ্রিকা সিরিজে তিন ফরম্যাটেই থাকছেন সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অবশেষে সাকিব ইস্যুতে সিদ্ধান্তে এলো সাকিব এবং বিসিবি উভইয় পক্ষ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠক শেষে সাকিব জানিয়েছেন সাউথ আফ্রিকা সিরিজ থেকে তিন ফরম্যাটেই পাওয়া যাবে তাকে, “পুরো বছরের প্ল্যান করেছি। তিন ফরম্যাটেই অ্যাভেইলএবল থাকব সবসময়। বোর্ড ডিসাইড করবে আমি কখন বিশ্রাম নিব, এমনকি আমি সাউথ আফ্রিকাতেও অ্যাভেইলএবল।” -সাকিব আল হাসান

পরশুদিন দুবাই থেকে এসেই বাসায় এসেছিল। ওকে সময় দেয়া হয়েছিল। গতকালকেও কথা হয়েছে, আজকেও বোর্ডে বসছিলাম। সিনিয়রদের জন্য টানা খেলাটা কঠিন। চুক্তির ব্যাপারেই সাকিবের সাথে আলাপ হয়েছে। -পাপন

গতকাল ফোন করে সাকিব আমাকে বলেছে আমি সাউথ আফ্রিকায় খেলতে চাই। অনেকেই অনেক সময় খেলতে নাই চাইতে পারে। এটাকে স্বাভাবিকভাবেই নেয়া উচিত। এই সময়টাতে আমাদের উচিত সাকিবকে সাপোর্ট করে যাওয়া। একটা জিনিস মনে রাখতে হবে সাকিব-তামিমরা দেশের জন্য অনেক করেছে। ওদের খারাপ সময়ে আমাদেরও ওদের পাশে থাকা উচিত। -পাপন

কালকে রাত্রে সাকিব যাবে। ওখানে তিনটা ওডিআই, দুইটা টেস্ট আছে। যে কোনো একটা ম্যাচে ও রেস্টেও থাকতে পারে। কিন্তু ও খেলবে। -পাপন

সাউথ আফ্রিকার ন্যাচারাল বিউটিতে আরও ভালো হতে পারে মানসিক অবস্থা। -সাকিব

সাকিব যদি সাউথ আফ্রিকায় যায়ে রেস্ট চায় কোনো ম্যাচে, ও নিতে পারে। -পাপন

Advertisement
Share.

Leave A Reply