fbpx

সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা, ফিরেছেন মাহমুদউল্লাহ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঘরের মাঠের শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের টি-টোয়েন্টি দলে নেই সাকিব আল হাসান। ফিরেছেন তাইজুল ইসলাম, নাঈম শেখ ও মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আলিস আল ইসলাম।

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ওপেনার রনি তালুকদার। দলে জায়গা পাননি শামীম পাটোয়ারি ও আফিফ হোসেন। ওই জায়গায় দলে ‍ঢুকেছেন নাঈম শেখ। দলে রয়েছেন সৌম্য সরকারও। এছাড়া দীর্ঘ দেড় বছর পর টি-২০ দলে ফিরেছেন মাহমুদউল্লাহ। যদিও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে কেবল ওয়ানডে ফরম্যাটে রাখা হয়েছে। তাছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। টি-২০ দলের সবচেয়ে বড় চমক হিসেবে দলে ডাক পেয়েছেন স্পিনার আলিস ইসলাম।

টি-টোয়েন্টি দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, আলিস আল ইসলাম।

ওয়ানডে দল (প্রথম দুই ওয়ানডে)-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।

Advertisement
Share.

Leave A Reply