fbpx

সাকিব-তামিমের দ্বন্দ্ব মাঠে প্রভাব ফেলে না সেই প্রমাণ পেয়েছেন পাপন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগের রাতে দলকে সাহস দেওয়ার জন্য টিম হোটেলে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। টিম হোটেল থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। তবে সেখানেও গণমাধ্যমকর্মীরা সাকিব-তামিম দ্বন্ধ নিয়ে প্রশ্ন করতে ভুল করেননি। সেই প্রশনের উত্তরে বিসিবি সভাপতি বললেন তাদের এই দ্বন্দ্ব নাকি খেলায় কোনো প্রভাব ফেলে না, সেই প্রমাণও নাকি পেয়েছেন তিনি।

সাংবাদিকদের পাপন বলেন, ‘শুধু কাল মাঠে নয়, আমি যখন এখানে দ্বিতীয় দিন এলাম, আমি শুধু তামিম ও সাকিবের সঙ্গে বসেছিলাম অনেকক্ষণ। কোচও ছিলেন। তখনো তারা কথা বলেছে। তামিম একটা প্রশ্ন করেছিল, ও কী মনে করে? আর সে উত্তর দিয়েছে। আমি মাঠেও দেখেছি। এই জিনিসটা এখানেই শেষ হওয়া উচিত। কারণ, এটা যে খেলায় কোনো প্রভাব ফেলে না, সে প্রমাণ আমি পেয়ে গিয়েছি।’

প্রথম ম্যাচ হেরে ইংল্যান্ডের সাথে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আর সেই কারণে টিম হোটেলে সাহস দেওয়ার জন্য গিয়েছিলেন বোর্ড সভাপতি। কিন্তু সেখানে গিয়ে দেখা পাননি সাকিবের।

সাকিবের সাক্ষাৎ না পাওয়ায় তিনি বলেন, ‘সাকিবের সাথে ফোনে কথা হয়েছে। ও বলেছে ওর আসতে একটু দেরি হবে। পরে আমি বলেছি তুমি যখন কাজে আছ তাহলে তোমার সাথে পরে ফোনে কথা বলব।’

Advertisement
Share.

Leave A Reply