fbpx

সাফের সেমিতে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ নারী দল। বাংলাদেশের পক্ষে হ্যাট্রিক করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। টানা দুই ম্যাচে জয়ের ফলে টাইগ্রেসদের সেমি-ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেছে।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের দেখা পান মনিকা চাকমা। সাবিনার শট পাকিস্তানের ডিফেন্ডার মিশেল আকরাম রিসিভ করতে গিয়ে পড়ে গেলে জোরালো শটে বল জালে পাঠান মনিকা। এর ২৮ মিনিট পর মারিয়া মাঝ মাঠ থেকে বল নিয়ে সাবিনাকে দেন। অধিনায়ক সাবিনা দুই ডিফেন্ডারকে কাটিয়ে সেই বল সিরাত জাহান স্বপ্নার দিকে ঠেলে দিলে গোল করে ব্যাবধান দ্বিগুণ করেন তিনি। মিনিট দুয়েক পর মনিকার পাসে বক্সের ভেতর থেকে আলতো শটে বল জালে জড়ান সাবিনা।

ম্যাচের ৩৫ মিনিটে আঁখির লং পাস ধরে ডান দিক থেকে ক্রস বাড়ান সানজিদা। গোল মুখ থেকে অনায়াসে নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা। ৪-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও কাজের কাজটা করতে পারেনি পাকিস্তান। ৫৮ মিনিটে মারিয়ার ক্রসে হেডে গোল করে হ্যাট্রিক পূরণ করেন সাবিনা খাতুন। এরপর ৭৭ মিনিটে শেষ গোলটি করেন ঋতুপর্না। আজ সন্ধ্যায় ভারত-মালয়েশিয়া ম্যাচে ভারত মালয়েশিয়াকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত করবে সাবিনা বাহিনী। আগামী ১৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

Advertisement
Share.

Leave A Reply