fbpx

সামনের বছরের সব টেস্ট সিরিজ জিততে চান সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

“কাছে থেকেও বহুদূরে” এ কথাটির সাথে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সবচেয়ে বেশি পরিচিত। এবার ভারতের বিপক্ষেও একইভাবে তীরে এসে তরী ডোবালো বাংলাদেশ দল। তবে সব ছাপিয়ে এই ম্যাচে টাইগারদের লড়াই করার মানসিকতা মন কেড়েছে সবার। অধিনায়ক সাকিবের কন্ঠেও একই সুর।

“আমরা সব দিক দিয়েই চেষ্টা করেছি। হয়তো আরেকটু ভালো বল করতে পারতাম। এমনটা হলে হয়ত আরও কিছু সুযোগ তৈরি হতে পারত। তখন ম্যাচের ফলাফল ভিন্ন হলেও হতে পারত। এ ধরনের পিচে হয়ত আমাদের আরও কয়েকটা সুযোগ তৈরি করা উচিৎ ছিল। তবে আমরা পুরো টেস্ট ম্যাচে যেভাবে লড়াই করেছি সেটা নিয়ে আমি ভীষণ খুশি”– প্রেস ব্রিফিংয়ে সাকিব।

এই সিরিজে ফিল্ডিংয়ে বেশ কিছু দারুণ সুযোগ মিস করেছে বাংলাদেশ। যে কারণে ম্যাচে তাঁদের ফিরতে গিয়েও ফেরা হয়নি। বাজে ফিল্ডিংয়ের দায় স্বীকার করেছেন খোদ সাকিবও। বলেছেন, “টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা ভালো ফিল্ডিং করেছি। ওয়ানডে সিরিজেও আমরা ভালো ফিল্ডিং করেছি। কিন্তু এ টেস্ট ম্যাচে আমরা তেমন ভালোভাবে ফিল্ডিং করতে পারিনি”

২০২৩ সালে মোট তিনটি টেস্ট সিরিজ রয়েছে টাইগারদের। যেগুলোর সবকটিই হবে ঘরের মাঠে। সেই সিরিজগুলোও জিততে আত্মবিশ্বাসী টাইগার দলপতি। সাকিব বলেন, “আগামী বছর এফটিপিতে আমাদের ৫ টি টেস্ট রয়েছে। সেই সিরিজগুলোর সবকটিই আমাদের জেতা উচিৎ”

Advertisement
Share.

Leave A Reply