fbpx

সৌরভের হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই : দেবী শেঠি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হাসপাতাল থেকে বুধবারই ছাড়া পাচ্ছেন ভারতের ক্রিকেট মহারাজ সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার হাসপাতালে সৌরভকে দেখার পর এই সিদ্ধান্ত দেন দেশটির বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি।

মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে কথা বলে শেঠি বলেন, ‘একেবারে ফিট আছে সৌরভ। স্বাভাবিক জীবনযাপন তো বটেই, কিছুদিন পর ম্যারাথনও দৌড়াতে পারবেন তিনি। চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। বিমানও চালাতে পারবেন। কোনও সমস্যা হবে না।’

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেবী শেঠি বলেন, ‘হার্ট অ্যাটাক হলেও সৌরভের হৃদ্‌যন্ত্রে কোনও সমস্যা নেই। সৌরভ ধূমপান ও মদপান করতেন না। নিয়মিত শরীর চর্চা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরও এমন হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি চিকিৎসকদের চিন্তায় ফেলে দিয়েছে।’

এদিকে, দাদাকে দেখার জন্য হাসপাতালের সামনে ভিড় করছে ভক্ত-সমর্থকরা।

এরআগে শনিবার জিম করতে গিয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি ও দেশটির জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। প্রথমে পিঠে ব্যথা, তারপর সামান্য সময়ের জন্য জ্ঞান হারান মহারাজ। এরপরই তাকে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে। পরীক্ষা করে বোঝা যায়, মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সৌরভের চিকিৎসায় ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলেন হৃ্‌দরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।

Advertisement
Share.

Leave A Reply