fbpx

‘হাসিরপাত্র’ এমবাপ্পে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কিলিয়ান এম্বাপ্পেকে নিয়ে চলা নাটক এখন যেনো কমেডি নাটক হয়ে উঠেছে। দলবদল নিয়ে একেকদিন এক এক খবর চাওড় হতে হতে এখন অনেকটা হাসিরপাত্রই হয়ে উঠছেন এই পিএসজি তারকা।

আগামী মৌসুমে পিএসজির হয়ে আর খেলবেন না এমনটা নিজেই চিঠি দিয়ে জানিয়ে দেন এমবাপ্পে। অনেকটা ‘ওপেন সিক্রেট’ যে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে ইচ্ছুক। অন্যদিকে তাঁকে পাওয়ার জন্য পিএসজিকে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

এসব আলোচনার মধ্যেই একবার গুঞ্জন ওঠে, বার্সেলোনা নিতে চায় তাকে। এই খবরের সাথে যোগ হয় চেলসিও। এ ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন লিভারপুল।

ব্রিটিশ পত্রিকা দ্য ডেইলি মিররের মতে, এমবাপ্পেকে এক বছরের জন্য ধারে নিতে চায় লিভারপুল। আগেই অবশ্য এমবাপ্পেকে চাওয়ার খবর উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। তবে চুপ করে আছে চেলসি।

কিন্তু লিভারপুল তাদের নামের পাশে ওঠা এই খবর নিয়ে রীতিমতো হাসিঠাট্টায় মেতেছে। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, এমবাপ্পেকে ধারে নেওয়ার খবরটি শুনে মজা পেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে তারা নাকি হাসাহাসিও করেছেন।

প্রাক্‌-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছে লিভারপুল। সেখানে বসেই এমবাপ্পেকে এক বছরের জন্য ধারে নেওয়ার খবরটি পান ক্লপ। এ খবর শোনার পর লিভারপুল দলের প্রতিক্রিয়া নিয়ে, স্কাই জার্মানির সঙ্গে কথা বলেন ক্লপ।

স্কাই জার্মানিকে এমবাপ্পের খবরটি নিয়ে ক্লপ বলেন, ‘আমরা এটা নিয়ে হেসেছি।’ এমবাপ্পের সঙ্গে কোনো ধরনের চুক্তি করাই লিভারপুলের পক্ষে সম্ভব নয় বলে মনে করেন দলটির এই জার্মান কোচ। তিনি বলেন, ‘সত্যিকার অর্থেই সে ভালো একজন খেলোয়াড়। কিন্তু আর্থিক শর্তটা আমাদের জন্য মানানসই নয়।’

এরপর অবশ্য আরও একটু যোগ করে ক্লপ বলেন, ‘গল্পটা আমি এখানেই নষ্ট করতে চাই না। কিন্তু আমি যদ্দূর জানি, এমন কিছু হচ্ছে না।’ ক্লপ অবশ্য এরপর আবার মজাই করেছেন, ‘আবার এমনও হতে পারে ক্লাবের কেউ কোনো প্রস্তুতি নিচ্ছে। হয়তো আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এখানে আমার আট বছরে এমন কিছু হয়নি। এটাই হয়তো প্রথম হবে আমাদের!’

Advertisement
Share.

Leave A Reply