fbpx

১২৪ একর ভুট্টা ক্ষেতে মেসির ছবি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসিকে সম্মান জানাতে কেউ শরীরে আঁকিয়েছেন ট্যাটু, কেউ বাড়ির দেওয়াল বা ছাদে স্থাপন করেছেন ম্যুরাল। মেসিকে এভাবেই সম্মান জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। এবার শরীর বা বাড়ির দেওয়ালে নয়, নিজের ভুট্টা ক্ষেতে মেসির মুখের আদলে চারা রোপন করেছেন আর্জেন্টিনার মাহিমিলিয়ানো স্পাইনাস নামের এক কৃষক। ১২৪ একরের ভুট্টা ক্ষেতে মেসির ছবি এঁকেছেন তিনি। সেটি তিনি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

মাহিমিলিয়ানো বলেন,‘আমার কাছে মেসি হলো অপ্রতিরোধ্য। তারা এখন বিশ্বচ্যাম্পিয়ন। ভুট্টা ফসলের মাধ্যমে এটা প্রকাশ করতে পেরে আমি আনন্দিত।’

আর্জন্টিনার সেন্ট্রাল কর্দোভা প্রদেশের লস কন্দোরেস মাঠটি অ্যালগরিদম ব্যবহার করে বপন করা হয়েছে, যা ঠিক কোথায় বীজ রোপণ করতে হবে সেই সংকেত দেয়। অ্যালগরিদম অনুযায়ীই রোপণ করেন বীজ। তাতে ভুট্টা ফলে উঠলে মেসির দাঁড়িভর্তি ছবিটি বিশাল আকৃতি পায়। যা এখন মহাকাশ থেকেও দেখা যায়।

জমির মালিক মাহিমিলিয়ানো হলেও মেসিকে এভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ভাবনাটা প্রথম মাথায় আসে কৃষি প্রকৌশলী কার্লোস ফারিসেয়ির। কোডিংয়ের কাজটা তিনিই করেছেন। ফুটিয়ে তোলেন কৃষি শিল্প।

Advertisement
Share.

Leave A Reply