fbpx

`১৭ বছর ধরে ওপেনিং করছি এবং যথেষ্ট ভালোও খেলছি’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তামিম ইকবাল খান, নিঃসন্দেহেই বাংলাদেশ ক্রিকেটের ‘নাম্বার ওয়ান’ ওপেনার। প্রায় সতেরো বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ৩৭০টি ম্যাচ খেলে ব্যাটিং করেছেন ৪২৯ ইনিংসে, যেখানে ৪২৮ ইনিংসেই খেলেছেন ওপেনারের ভূমিকায়।

গতকাল গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স জানিয়েছিলেন, তামিম যদি ‘চার’ নম্বর পজিশনেও ব্যাট করে সেক্ষেত্রেও সে ভালো করবে। সিডন্সের এমন কথার প্রতিক্রিয়ায় রোববার এক অনুষ্ঠানে তামিম নিজের মতামত জানিয়েছেন।

“আমি চারে ব্যাটিং করার কোনো কারণই দেখি না। আমার ক্রিকেট ক্যারিয়ারে দীর্ঘ সতেরো বছর ধরে আমি ওপেনিংয়ে নামছি এবং যথেষ্ট ভালোও করছি। সুতরাং, চার নম্বর পজিশনে খেলার কোনো কারণই নেই”-বলছিলেন তামিম।

গতকাল মিরপুরে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন শেষে সিডন্স বলছিলেন, “একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে আমার ধারণা। আমার মতে, চার নম্বরে সে খুবই ভালো করবে।”

উল্লেখ্য, নিজের ক্রিকেট ক্যারিয়ারে তামিম শুধুমাত্র একটি ইনিংসেই পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ২০১৭ সালে পচেফস্ট্রুম টেস্টে ৪৯ মিনিট ফিল্ডিংয়ের বাইরে থাকার সময় সাউথ আফ্রিকা ইনিংস ঘোষণা করায় তামিমকে বাধ্য হয়ে দেরিতে নামতে হয়েছিল। সেই ইনিংসে পাঁচে নেমে ৬৭ বল খেলে ৩৯ রান করেছিলেন এই ওপেনার।

Advertisement
Share.

Leave A Reply