fbpx

২০২৩ বিশ্বকাপের লোগো ‘নভরাসা’ প্রকাশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১২ বছর আগে ঠিক আজকের এই দিনে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। বিশেষ এই দিনে ভারতের কোটি কোটি ক্রিকেট সমর্থকের কথা মাথায় রেখে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপের ব্র্যান্ড লোগো উন্মোচন করেছে আইসিসি; নাম দেয়া হয়েছে, ‘নভরাসা’।

অনেকের মধ্যেই কৌতুহল জাগতে পারে নাম নিয়ে। মূলত, নভরাসা নয়টি আবেগের প্রকাশ, “আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় ও আবেগ।” ক্রিকেটের প্রতি বিপুল সংখ্যক ভক্তের আবেগ, অনুভূতির কথা মাথায় রেখেই দেয়া হয়েছে এই নাম।

৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ, চলবে ১৯ নভেম্বর অব্দি। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে দারুণ কিছুর স্বপ্ন দেখছে বাংলাদেশ; ক্রিকেট সংশ্লিষ্ট মানুষদের ধারণা, নিজেদের সেরা অর্জনের দেখা এই বিশ্বকাপেই পাবে টাইগাররা।

Advertisement
Share.

Leave A Reply