fbpx

৩ ম্যাচ জিতেও সেমিতে জায়গা করতে পারল না বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ৩ ম্যাচ জিতে ভারত এবং অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট নিয়েও সেমিফাইনালে উঠতে পারল না বাংলাদেশের মেয়েরা। কারণ হলো নেট রান রেট। ভারতের নেট রানরেট ২.৮৪৪ এবং অস্ট্রেলিয়ার নেট রান রেট ২.২১০। অপরদিকে বাংলাদেশের নেট রান রেট ১.২২৬। যার ফলে ৩ জয় নিয়েও সেমিফাইনালে উঠতে পারেনি টাইগ্রেসরা।

সংযুক্ত আরব আমিরাতের দেয়া ৭০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। দলীয় ২ রানেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার মিষ্টি শাহা। এরপর দলীয় ২১ রানে আরেক ওপেনার দিশা বিশ্বাস আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ২২ রানে আরেক ব্যাটার সুমাইয়া আক্তার আউট হলে খানিকটা চিন্তায় পড়ে টাইগ্রেসরা।

তবে ব্যাটার স্বর্ণা আক্তারের আগ্রাসী ব্যাটিংয়ে জয় শুধু মাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মেয়েদের জন্য। এরপর দলীয় ৬৮ থেকে ৬৯ রানের মধ্যে দুই উইকেট হারালেও তেমন সমস্যায় পড়তে হয়নি বাংলাদেশকে। বাংলাদেশের হয়ে স্বর্ণা খেলেন ১৯ বলে ৩৮ রানের এক দুর্দান্ত ইনিংস।

Advertisement
Share.

Leave A Reply