fbpx

৬.৫ ওভারে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়ে জয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওয়ানডে ইতিহাসে সংক্ষিপ্ততম জয়ের রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের হারিয়ে দিলো অস্ট্রেলিয়া। আগের দুই ম্যাচে বড় জয় নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিলো অজিরা। এবার সিরিজের শেষ ম্যাচে রেকর্ডগড়া জয়ে ক্যারিবীয়দের হোয়াটওয়াশ করেছে তাঁরা।

মঙ্গলবার ক্যানবেরায় টস হেরে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ৮৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৬.৫ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ২৫৯ বল আর ৮ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় অসিরা।
ওয়ানডে ইতিহাসে সংক্ষিপ্ততম জয়ের তালিকায় এই ম্যাচটি ষষ্ঠতম। যেখানে খেলা হয়েছে মাত্র ১৮৬ বলের। এছাড়া ওয়ানডেতে অস্ট্রেলিয়ার এটাই সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড। এদিন অবশ্য আরেক কীর্তি গড়েছে তারা। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে ওয়ানডেতে স্পর্শ করল এক হাজার ম্যাচ খেলার মাইলফলক।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয়দের ব্যাটিং অর্ডার। দুই অঙ্কের ঘর পেরোতে পেরেছেন কেবল তিন জন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৩২ রান করেন অ্যালিক অ্যাথানিজে। ১২ রান করে রোস্টন চেজ। এ ছাড়া কিসি কার্টি করেন ১০ রান। অস্ট্রেলিয়ার হয়ে ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন জাভিয়ার বার্টলেট। তার চার উইকেট ছাড়াও দুটি করে শিকার করেছেন অ্যাডাম জ্যাম্পা ও ল্যান্স মরিস।

৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমেই ঝোড়ো শুরু করেন দুই ওপেনার জ্যাকে ফ্রেজার ম্যাকগ্রার্ক ও জস ইঙ্গলিস। ১৮ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে যান ম্যাকগ্রার্ক। আলজারি জোসেফের বলে গুদাকেশ মতির হাতে ক্যাচ হন তিনি। এরপর স্মিথকে নিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ইংলিস। ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া অধিনায়ক স্টিভ স্মিথ টিকে ছিলেন ৩ বলে ৬ রানে। ম্যাচটি শেষ হয়ে গেছে মাত্র ৬.৫ ওভারে।

Advertisement
Share.

Leave A Reply